Eminem Life Story এমিনেম। একজন হার না মানা ব্যাক্তির গল্প আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে - Junaid Jonye

Full width home advertisement

Motivations for smart people

Education

LifeStory

Life Problem Solution

Book Review

Technology

Islamic

Games

Seo

blank

blank

blank

blank

blank

Post Page Advertisement [Top]

Life Problem SolutionLifeStory

Eminem Life Story এমিনেম। একজন হার না মানা ব্যাক্তির গল্প আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে

Eminem bdlifechart
যারা র্যাপ /হিপহপ গান শুনে থাকেন তাদের হয়তো Eminem কে চিনতে কষ্ট হবে না। বর্তমানে পৃথিবীতে এমিনেম কেই হিপহপের এর রাজা বলা চলে। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে আলোচিত ব্যাক্তি হিসেবে পরিচিত। আপনি হয়তো এমিনেম এর অনেক গান শুনেছেন কিন্তু তার সম্পর্কে খুবই কম জানেন,
তো শুরু হোক ব্যার্থতার কাহিনি দিয়ে,,,
এমিনেমের বয়স যখন ১৮ মাস তখন তার বাবা তার মাকে ফেলে চলে যায়। এমিনেম পরবর্তীতে একা একাই তার মায়ের কাছে বড় হয়। তার যখন ১২ বছর তখন তার মা জীবিকার সন্ধানে বিভিন্ন জায়গায়, শহরে ঘুরে বেড়ায় যা এমিনেমের মনস্তাত্ত্বিক জগতে এফেক্ট ফেলায়। সে বড় হয় বন্ধু বিবর্জিত পরিবেশে। সে একা একা থাকাকালীন সময়ে গল্প বলার প্রতি আগ্রহী হয়ে উঠে, তাই সে মিউজিকে আসার আগে কমিক আর্টিস হওয়ার স্বপ্ন বুনেছিল। এগারো বছর বয়সে তার আংকেল 'রুনি ' নেলসন এর কাছ থেকে একটা মিউজিক এলব্যাম উপহার পাবার পর সে মিউজিকে আগ্রহী হয়ে উঠে। সে তার এই আঙ্কেল কে খুব ভালোবাসতো, তাই তার মৃত্যুর পর সে তার শরীরে 'রুনি ' নামে ট্যাটু আকায় এবং অনেক গানে তাকে মেনশন করে থাকে
ক্যারিয়ার এর শুরুর দিকে তখন র‌্যাপ সঙ্গীতে সমগ্র বিশ্ব নাচাচ্ছিলো আমেরিকা আর আফ্রিকান কৃষ্ণাঙ্গ র‌্যাপাররা। আর তাই হঠাৎ গড়ে ওঠা প্রথার বাইরে গিয়ে শ্বেতাঙ্গ এই তরুণ এর পেছনে বাজি ধরতে সাহস পাচ্ছিল না উঠতি সংগীত প্রযোজকেরাও। বর্ণবাদ এর খড়গে আটকে তাকে যুঝতে হয়েছিল সমসাময়িক তারকা কৃষ্ণাঙ্গ র‌্যাপারদের সাথে। তাই ধোপে টেকেনি প্রচেষ্টা। তবে যোদ্ধারা যে হেরে ময়দান ছাড়ে না। তাই থামেনি স্বপ্নকে তাড়া করে বেড়ানো। একদিন সে উপলব্ধি করল স্বপ্নের সকল হন্তারককে পেছনে পেলে এগিয়ে যেতে হলে আরও নিখুঁত হতে হবে। চাই কঠোর অনুশীলন। র‌্যাপ সঙ্গীতের দক্ষতার পালে জোর হাওয়া লাগাতে নবম শ্রেণীতে ওঠার পর মার্শালকে ছাড়তে হল স্কুল। স্কুলেও মাথা নিচু করে চলতে হত ছোট ঘরের সন্তান বলে।
যে কিনা স্কুলের গন্ডি পার হতে পারেনি সে হবে একজন লেখক গায়ক অভিনেতা??

Eminem BdLifeChart

একটা সময় মনে হল পথটা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে ততটাই বন্ধুর। এ পথে চলতে গিয়ে মুখোমুখি হতে হয়েছে নানান রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা।
সে দিনরাত লিরিক্স লেখার জন্য ছুটে বেড়াতো,,
কতরাত নির্ঘুম কাটিয়েছি,
ছিলনা ওয়াইফ এর সাথে মনোমালিন্ন(এটা নিয়ে তার অনেক গুলি গান ও আছে এর মধ্য(love me will you lie)
Eminem ১৯৭২ সালের ১৭ই অক্টোবর Detroit এ জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৪৩ বছর। এমিনেম এর প্রকৃত নাম মার্শাল ব্রুস ম্যাথার্স/Marshall Bruce Mathers। তিনি মাত্র ১৩ বছর বয়স থেকেই র‍্যাপ এর জগতে প্রবেশ করেন। এমিনেম বামহাতি। এমিনেম এর বাবা তিনি ছোট থাকাকালীনই তাদের কে ছেড়ে চলে যান। আর কখনো ফিরে আসেন নি।
এমিনেম এর বয়স যখন মাত্র নয় বছর তখন স্কুলে তাকে ‘Bullying’ এর স্বীকার হতে হয়। তাকে প্রায় প্রতিদিনই মারা হত। একদিন এমন ভাবে মারা হয় যে তিনি এক সপ্তাহের জন্য কোমায় চলে যান।
এমিনেম এর ‘’Bully’’ নাম এর একটি গানও রয়েছে। যা কিনা স্কুলের ঐ বুলি কে নিয়ে গাওয়া।
এমিনেম 9th গ্রেড এ থাকাকালীন তিন বার ফেইল করেন। এবং পরে তাকে আর ওই স্কুলে রাখা হয়নি। এবং এমিনেম ও আর কোন দিন কোথাও পড়ালেখা করেন নি।
এমিনেম কম্পিউটার ব্যবহার করতে জানে না।
এমিনেম প্রথমে একটি আন-অফিসিয়াল এলবাম (Infinite-1996) বের করেন, যেটি মাত্র ১০০০ কপি বিক্রি হয়।
তারপরেই, এমিনেম তার প্রথম অফিসিয়াল এলবাম (The Slim Shady LP-1999) বের করেন, যেটি ১৮ মিলিয়ন কপি বিক্রি হয়। এবং তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডে ‘The Fastest Selling Hip-Hop Artist’ হিসেবে নাম লেখান।

এমিনেম আগে প্রতি রাতে সবসময় ডিকশনারি থেকে নতুন-নতুন শব্দ শিখতেন, যাতে পরে গান লিখতে সেগুলো কাজে লাগে।
বলা যায়, এমিনেম কে মানুষের নজরে নিয়ে আসেন Dr. Dre। Eminem যখন প্রথম তার সাথে দেখা করতে যায়, তখন এমিনেম এর ভাল কোন কাপড় ছিল না এবং কোন অর্থও ছিলনা যে ভাল জামা কিনবেন। তিনি একটি হলুদ ট্র‍্যাকশ্যুট পরে যান। যা তিনি পেয়েছিলেন কোন এক স্পন্সর এর কাছ থেকে।
Dr DRE কে নিয়েও Eminem অনেক গান লিখেছেন যার মধ্যে ‘’I Need A Doctor’’ অন্যতম।

এমিনেম এর গাওয়া ‘ Rap God’ গানটিতে ১৫৬০ টি শব্দ রয়েছে যা এমিনেম মাত্র ৬ মিনিট ৪ সেকেন্ড এ গেয়েছেন, এটি একটি বিশ্বরেকর্ড।
Rap God গানটিতে একটি অংশ আছে যেখানে এমিনেম মাত্র ১৫ সেকেন্ড এ ৯৭ টি শব্দের র‍্যাপ দেন (গড়ে প্রতি সেকেন্ড এ ৬.৫০ টি শব্দ)। এবং এটাও একটি বিশ্বরেকর্ড। ভেবে দেখুন আপনি ১ সেকেন্ডে কই টি শব্দ বলতে পারেন।
এমিনেম এর গাওয়া বিখ্যাত গান ‘ Lose Yourself ‘বিখ্যাত অস্কার পুরষ্কার পায়। এবং তিনি একমাত্র র্যাপ সঙ্গীত শিল্পী যিনি কিনা অস্কার জিতেছেন। Eminem এর জীবন কাহিনী নিয়ে নির্মিত মুভিটি হচ্ছে ‘8 Mile। এই মুভিটিতে এমিনেম নিজেই তার চরিত্রে অভিনয় করেন। 8 Miles ছাড়াও তিনি আরো কিছু মুভি ও টিভি সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করেন সেগুলো হল – The Wash (2001),Funny People (2009), The Interview (2014) এবং টিভি সিরিজ Entourage (2010)


Eminem BdLifeChart

এমিনেম কে র‍্যাপিং এ উৎসাহিত করেন তার আঙ্কেল Ronnie। তিনিই তাকে প্রথম কোন হিপ-হপ গান শুনান। তবে ১৯৯১ সালে এমিনেম এর আঙ্কেল আত্মহত্যা করেন। তাতে এমিনেম মারাত্মক ভাবে ব্যাথিত হন। এবং তিনি টানা তিন-চার দিন কারো সাথে কথা বলেন নি।
এমিনেম এর প্রায় ১৭৩ মিলিয়ন কপি এলবাম (অনলাইন এলবাম) বিক্রি হয়েছে। ২০০০ সাল থেকে আজ পর্যন্ত যে কোন শিল্পীর চেয়ে, সবচেয়ে বেশি এলবাম বিক্রি হয়েছে এমিনেম এর। এই জন্য তাকে ‘The Artist Of The Decade’ বলা হয়। পৃথিবীতে অনেক রহস্যময় ক্যারেকটার আছে তার মধ্যে অন্যতম হলো এই লিজেন্ড।
তথ্য সুত্র ইন্টারনেট

No comments:

Bottom Ad [Post Page]